ইডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় থেকে শুরু করে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জামা ওড়ানো, বাংলা ও বাঙালির কাছে আবেগের একটাই নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৮ সালে নাগপুর টেস্টের পরই অবসর ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি দক্ষ হাতে সামলেছেন ক্রিকেট প্রশাসনের দায়িত্ব।
প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তারপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেন। তিনি বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীনই মহিলা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। আপাতত দিল্লি ক্যাপিটালস দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, অবসর গ্রহণের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে কত টাকা পেনশন গ্রহণ করেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ৭০ হাজার টাকা করে পেনশন গ্রহণ করে থাকেন। তবে এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।