
চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে তার জন্ম দিবসকে ক্রিকেট ডে হিসাবে পালন করলো মোহনবাগান ক্লাব।
শুধু ফুটবল আইকন নন, চুনী গোস্বামী বঙ্গ ক্রিকেটের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এই মহান খেলোয়াড়কে শ্রদ্ধা জানিয়ে প্রথম ক্রিকেট ডে সেলিব্রেশানে চাঁদের হাটের রূপ নিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবের প্রাঙ্গণ। চুনী গোস্বামীর সহধর্মিনী বাসন্তী গোস্বামী দিন পরিবারের সদস্যদের নিয়ে ক্লাবে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় মোহনবাগানকে বিভিন্ন সময় ২২ গজে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের। একইসঙ্গে বরণ করে নেওয়া হয় অতীত দিনের ক্রিকেটারদেরও। সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুন লালের মতো নক্ষত্ররা না থাকলেও উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলা রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রণব নন্দী, দেবু মিত্র, শরদিন্দু মুখোপাধ্যায়ের মতো ক্রিকেটীয় ব্যক্তিত্বদের। এছাড়াও ছিলেন প্রণব রায়, পলাশ নন্দী, গৌতম সোম জুনিয়র প্রমূখ।
এঁদের সকলের মধ্যে এই দিনের অনুষ্ঠানে যাঁর উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য মাত্র এনে দেন তিনি ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। এ দিন কিরমানিকে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয় মোহনবাগানের মেম্বারশিপ কার্ড। কিরমানি এ দিন মোহনবাগান ক্লাবে দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন আসন্ন ফেব্রুয়ারি মাসে শতাব্দী প্রাচীন ক্লাবে দাঁড়িয়ে নিজের আত্মজীবনী প্রকাশ করার।