শাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভাল সময়ের ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন, জেনে নিন।

১. ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা

ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে।

২. হঠাৎ আনন্দিত হওয়া

অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে, মুখে হাসি খেলে যায়। এটিও ঈশ্বরের ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে। এত দিনের সমস্ত দুঃখ-কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি।

৩. গোরুর আগমন

বাড়ির দরজায় প্রতিদিন গোরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে, একেও শুভ সংকেত মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এ ছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এ দিকেই ইঙ্গিত করে। এমন কোনও ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে।

৪. শিশুর মুখে হাসি

শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে, তা হলে নিশ্চিন্ত হন। কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

৫. স্বপ্নে মন্ত্র শোনা

স্বপ্নে মন্ত্র শোনা দেওয়া অত্য়ন্ত শুভ। রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাক অত্যন্ত শুভ মনে করা হয়। আবার ঘণ্টা, শঙ্খধ্বনি শোনা দিলে, তাঁকেও অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়।

৬. হঠাৎ ঋণমুক্তি

এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবে ছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। এ ছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, একেও শুভ সংকেত মনে করা হয়। অর্থেক পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্র অর্থ আগমন হবে।

৭. শাস্ত্র মতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিট পিট করলে, তা সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বাঁ অঙ্গে এমন কোনও হলে তাকে শুভ সংকেত মনে করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here