ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্ট ম্যাচে ভারতীয় দলের ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছে তিলোত্তমা। অস্ট্রেলিয়া সিরিজে পর্যদস্ত হওয়ার পর ভারতীয় দলের ঘরের মাঠে এটি প্রথম সিরিজ।

অপরদিকে, বিশ্বকাপের পর ইডেনে এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ। স্বাভাবিক ভাবেই শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তো থাকবেই। টিকিটের জন্য বিকেল পাঁচটা থেকেই। নিরাপত্তার ঘেরাটোপে টিকিটের চাহিদা ছিল চোখে পড়ার মতো। তবে বুধবার ইডেনের ম্যাচে হতাশ করেছে প্রথম একাদশে মহম্মদ শামির না থাকা। ১৪ মাস পর চোট কাটিয়ে ঘরের মাঠে, শামির প্রত্যাবর্তন হবে বলে ধারণা ছিল।

কেন তিনি বাদ পড়লেন তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। শেষ দু’দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল স্বামীর প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত এবং প্রশংসা করেছিলেন। দুই জনই বলেছিলেন শামির মতো বোলারের জাতীয় দলে এবং নিজের ঘরের মাঠে কামব্যাকটা দলের কাছে যথেষ্ট ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ এবং গত তিনদিন ধরে ইদানিং অনুশীলনে নেটে ব্যাটে ও বলে ঝড় তুলেছিলেন সামি। একবারের জন্যও তখন দেখে মনে হয়নি তার কোন ফিটনেস সমস্যা বা চোট রয়েছে। তাই বুধবার ইডেনে ভারতীয় প্রথম একাদশে স্বামীর না থাকাটা বড় চমক এবং ক্রিকেট ভক্তদের কাছে বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here