RAC সিট থাকে মূলত এসি কামরায় সাইড লোয়ারে। একটি সিটে দুজনকে বসে যাত্রা করতে হয়। এবার সেই RAC যাত্রীদের জন্য বড় সুখবর আনল ভারতীয় রেল।

সাধারণত টিকিটের ভাড়ার সাথে রেল বেডরোলের চার্জ কেটে নেয় প্রথমেই। কখনও কখনও হয় যাত্রী হয়ত বেডরোল পেলেনই না। আবার অনেকসময় একটা বেডরোল নিয়েই অশান্তি শুরু হয় দুই যাত্রীর মধ্যে। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও দানা বাঁধছিল ক্ষোভ। জমা পড়েছিল প্রচুর অভিযোগ ।

তবে RAC -এর প্রত্যেক যাত্রীরা এবার থেকে পাবেন কম্বল, বালিশ, বিছানার চাদর, তোয়ালে। রেল কর্তৃপক্ষের তরফে আইআরসিটিসিকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, প্রত্যেক RAC যাত্রী যাতে বেডরোল পান সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। রেলের নয়া সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে বেডরোল পেলে যাত্রীদের রেল সফর কিছুটা হলেও আরামদায়ক হবে বলাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here