অবশেষে সিবিআই-এর হাতেই গ্রেফতার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।টানা ১৫ দিন সিবিআই জেরা করার পর অবশেষে সোমবার রাতেই গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।
সোমবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সেই চলছিল জেরারপর্ব। এরপর সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তার পরেই সিবিআই-এর তরফ থেকে জানা যায়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার গর্জে উঠেছিল গোটা দেশ। সেই সময়ে ওই কলেজের অধ্যক্ষ পদে ছিলেন সন্দীপই। আর তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। রাজ্য সরকার কোনও তদন্ত করতে না পেরে এরপরই ১৫ অগস্ট তাঁকে প্রথম বার তলব করে সিবিআই। সেই দিন হাজিরা দেননি সন্দীপ। তারপরই সল্টলেকের রাস্তা থেকে সিবিআইয়ের গাড়িতে ওঠেন তিনি। নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে। এরপর থেকে তাঁকে প্রতিদিনই সিজিওতে গিয়ে হাজিরা দিতে হত। সেই সঙ্গে চলত জেরা। ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল।প্রায় একঘন্টার বেশি বাইরে অপেক্ষা করিয়ে রাখার পর দরজা খোলেন সন্দীপ। ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা। ওই দিন সিবিআই তাঁর বাড়িতেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে। এরপর আরও আটদিন জিজ্ঞাসাবাদের পর দুর্নীতি মামলায় গতকাল রাতেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।