
দুরন্ত মেজাজে রয়েছে মোহনবাগান। গত শনিবার আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গল’কে পর্যদুস্ত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার ছোটদের ডার্বিতেও লাল-হলুদের মশাল নিভিয়ে দিল গঙ্গাপাড়ের শতাব্দীপ্রাচীন ক্লাবের ফুটবলাররা।
বুধবার যুব লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে জিতল মোহনবাগান। বড়দের মতো দাপট দেখাল ছোটরাও। এ দিন ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের রক্ষণে চির ধরিয়ে জয়সূচক গোলটি করে তারা। ৭৭ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি আসে আদিত্য মণ্ডলের সৌজন্যে।
এ দিন যুব লিগের কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল’কে হারানোর সুবাদে শেষ ৬ টির মধ্যে ৫টি ডার্বিতে জয়লাভ করল মোহনবাগান। বর্তমানে খুব একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না ইস্টবেঙ্গল। আইএসএলে একের পর এক ম্যাচ হেরে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছে লাল-হলুদ। তবে এর নেপথ্যে একাধিক বিষয় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সদ্য আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে খারাপ রেফারিং-এর শিকার হতে হয়েছে তাদের। বক্সের ভিতরে পিভি বিষ্ণুর মারা শট আপুয়ার হাতে লাগার পরেও ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে লাল-হলুদ’কে। এটা প্রথম নয়, আগে একাধিকবার খারাপ রেফারিং-এর শিকার হয়েছে তারা। তাই এবার আর চিঠি না দিয়ে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইস্টবেঙ্গল।