লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। তবে লস অ্যাঞ্জেলেস যে এ রকম ভয়ঙ্কর আগুনে পুড়বে সে সম্পর্কে নাকি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। করেছিল আমেরিকার কার্টুন শো ‘দ্য সিম্পসন্স’!

আমেরিকার এই জনপ্রিয় কার্টুন শুরু হয়েছিল ১৯৮৯ সালে। ‘দ্য সিম্পসন্স’-এর নির্মাতা ম্যাট গ্রোইনিং। আমেরিকার টেলিভিশন সংস্থা ‘ফক্স ব্রডকাস্টিং কোম্পানি’র জন্য তৈরি করা হয়েছিল সেই কার্টুন। ‘দ্য সিম্পসন্স’ কার্টুনে এমন অনেক ঘটনা দেখানো হয়েছে, যা পরবর্তী কালে সত্যি বলে প্রমাণিত হয়েছে।

২৪ বছর আগে একটি পর্বে দেখানো হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প এক দিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এর অনেক পরে প্রেসিডেন্ট হন ট্রাম্প। ২০০৬ সালের একটি পর্বে দেখানো হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বিপদের মুখে পড়েছে সিম্পসন পরিবার। ২০২৩ সালের জুনে একই রকমের এক ঘটনা ঘটে। ‘সিম্পসন’ শোয়ের অনুরাগীদের দাবি, করোনা অতিমারি যে আসবে, তা-ও নাকি আগেই দেখানো হয়েছিল। আমেরিকার ‘টুইন টাওয়ার’ বিপর্যয়ের ভবিষ্যদ্বাণীও নাকি করেছিল ‘সিম্পসন’ শো। তবে সম্প্রতি একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ আগুন লাগবে, তা-ও নাকি দেখিয়েছিল ওই কার্টুন শো।

ম্যাট১৮৭’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, প্রায় ১৮ বছর আগে বিধ্বংসী ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিল ‘দ্য সিম্পসন’। ‘দ্য সিম্পসন’-এর ১৮ নম্বর সিজ়নের ১২ নম্বর পর্ব ‘লিটল বিগ গার্ল’-এ ওই অগ্নিকাণ্ডের কথা বলা হয়েছিল বলেও দাবি। ওই পর্বটি সম্প্রচারিত হয়েছিল ২০০৭ সালে। দাবি, ওই পর্বে দেখানো হয়েছিল একটি বড় বনে আগুন লেগেছে, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচুর সম্পত্তি নষ্ট হয়ে যায়। সেই কার্টুনের সঙ্গে আজকের দাবানলের অনেকাংশে মিল রয়েছে বলে দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here