
বহু মানুষই রয়েছেন যাঁরা কুকুর পুষতে খুব ভালবাসেন। বাড়তেই নানা প্রজাতির সারমেয় রাখেন তাঁরা। লোকে বলে সততা, বিশ্বাসযোগ্যতা, আনুগত্য কী তা কুকুদের দেখে শেখা উচিৎ। ওরা প্রভু অন্ত প্রাণ। তবে যারা প্রকৃত পশুপ্রেমী তারাও এদের ভালবাসে। কিন্তু অনেক সমইয়েই আমরা আবেগের বসে ওদের কেক, চকলেট, চিপস এসব দিয়ে ফেলি। তা কিন্তু খুব একটা ভাল নয়। আসুন দেখে নিন সারমেয়দের কী খাবার দেওয়া ভাল, কোনটা নয়-
কী কী খাবার দেবেন না-
চিপস, চকোলেট- অনেকেই বাড়িতে চিপসের প্যাকেট খুলে খেতে খেতে তাঁর প্রিয় পোষ্যকেও কয়েকটি চিপস দিয়ে ফেলেন। তবে অতিরিক্ত নুন সম্পন্ন খাবার কুকপরদের পক্ষে খারাপ। তাই এটি তাদের জন্য ক্ষতিকারক। চকোলেট বা ক্যাফিন জাতীয় খাবারঅনেক সময় কুকুরদের দেওয়া হয়। এটিও খুব একটা ভাল নয় কুকুরের জন্য।
আঙুর বা ল্যাকটোজ জাতীয় খাবার- অনেক বিশেষজ্ঞের মতে, এমন বহু কুকুর রয়েছে যাদের ল্য়াকটোজ জাতীয় খাবার হজম করতে সুবিধা হয় না। এতে হজমের গোলমাল হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, কুকুরকে আঙুর খেতে দেওয়া ঠিক নয়।
কী কী খেতে দেবেন-
মাঝে সাঝে অল্প পরিমাণ সেদ্ধ খাবার খেতে দিন কুকুরকে।
সেদ্ধ মাংস, পেঁয়াজ , রসুন ছাড়া খেতে দিতে পারেন।
এছাড়াও উন্নতমানের ড্রাই ফুড বা ক্যানড ফুড খাওয়ানো যেতে পারে কুকুরকে।