আরজি কর কাণ্ডে এখন উত্তাল সারা দেশ। হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে পাওয়া নির্যাতিতার ফোনের কলার টিউন ছিল সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী গাওয়া গান, ‘আমাদের স্বপ্নগুলো অল্প সময় ঘর পাতালো…’। কয়েক মাস পরেই  পরেই নতুন জীবনে প্রবেশ করতে চলেছিলেন এই তরুণী। তাঁর আগেই সব স্বপ্নের সমাধি হয়ে গিয়েছে। নির্যাতিতার কলারটিউনের গানের কথা নিজের বাবার কাছ থেকে জানতে পেরেছিলেন লগ্নজিতা। এ বিষয়ে পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। রবিবারের মহামিছিলে পা বাড়িয়ে আফশোসের সুরে বললেন, ‘ওঁর সঙ্গে আর দেখা হল না’!

রবিবার নাগরিক মিছিলে পা মিলিয়েছিলেন লগ্নজিতাও। সেখানে সংবাদমাধ্যমের সামনে এসে তাঁকে বলতে শোনা গেল, ‘এত লোককে এত গান শোনাই। এত শো করি সারা বছর ধরে। এই তো সিজন শুরু হবে। ওঁর সঙ্গে দেখা হল না! ওঁর যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ার ছিল, তাঁর সঙ্গে দেখা হল না। যদিও তাঁর সঙ্গে আলাদা করে যোগাযোগ করে আমি কথা বলেছি। ওঁর সঙ্গে আমার কথা হয়েছে।’

নেটমাধ্যম স্ক্রল করলের দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন তিলোত্তমার প্রেমিক কেন নীরব? চারদিকে প্রতিবাদে বিচার চাই রব উঠেছে যেখানে সেখানে অভয়ার প্রেমিকের কি কিছুই বলার নেই? কেন নিজেকে আড়ালে রেখেছেন? কেউ কেউ এমন ও লিখছেন দোষীদের একজন হয়তো তিলোত্তমার প্রেমিক, তাই সকলের থেকে মুখ লুকোনোর চেষ্টা। তবে লগ্নজিতা একথা মানতে নারাজ। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সবাই জীবনে কোনও না কোনও মানুষকে, কখনও না কখনও ভালোবেসেছি। তাদের হয়তো বিয়ে করেছি বা করিনি। বা করতে পারিনি। কাজেই আমরা সকলেই বুঝতে পারছি ওই ছেলেটির মধ্যে দিয়ে কী যাচ্ছে। আমি সেই কথাগুলো জনসমক্ষে এনে ওকে অসম্মান করতে চাই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here