
মহাকুম্ভে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ। তার মধ্যেই এসেছেন একজন, ‘IIT বাবা’। তিনি বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তার পর অ্যানিমেশন ও ফোটগ্রাফিতে কোর্স করেছেন।
এখানেও শেষ নয়। কোচিং সেন্টারে ফিজিক্সও পড়িয়েছেন এক বছর। তারপর বেঁচে নিয়েছেন সন্যাসের পথ। জানা গিয়েছে,
আইআইটি বাবার স্কুল কলেজের নাম অভয় সিং। তাঁর মুখে সবসময়ে হাসি। তিনি সবসময় হাসেন কারণ অভয় মনে করেন যে কোনও মুহূর্তে এই পৃথিবী ধংস হয়ে যেতে পারে। হাসতে হাসতেই তিনি অনন্তলোকে চলে যেতে চান।
অভয় সিং বর্তমানে মাসানি গোরক্ষ। তাঁকে অনেকে আবার রাঘব বা জগদীশ বলেও চেনে। তিনি সক্রেটিস-প্লেটো পড়েছেন, পোস্ট মর্ডানিজম কী তা জেনেছেন। সত্যের খোঁজে আসুমদ্র হিমাচল চষে বেড়িয়ে অভয় বুঝেছেন সন্ন্যাসই হল জীবনের বড় সত্য। তাই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল আইআইটি বাবা।