সোমবার রাতেই টানা ১৫ দিন ধরে জেরা করার পর সিবিআই-এর হাতেই গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সেই চলছিল জেরারপর্ব। এরপর সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তারপর তাঁরা জানিয়ে দেন, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তবে প্রিন্সিপাল একা নন, তার সঙ্গে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই।

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর আরও তিন জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের নাম সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলি। এঁদের মধ্যে আফসর সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। এর মধ্যে এক জন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ। যার সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই।কিন্তু তদন্তে জানা গিয়েছিল, এই সমস্ত সরঞ্জামেও দুর্নীতি রয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here