বিদেশের মাটিতে চলতি টেস্ট সিরিজ হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাল বলের সিরিজ হারের পর বেশ খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছিল রোহিত শর্মা’দের। কিন্তু কিউয়িরাই স্বস্তি দিল ভারতীয় দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা কিছুটা সহজ করল ভারতের।

৩-১ ব্যবধানে জিতলে কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত?

১) ভারত যদি ৩-১ ব্যবধানে জেতে, তাহলে পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬০.৫২ শতাংশ। অজিদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৭৭ শতাংশ হবে (শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টে জিতবে ধরে)। আর সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

২) অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে ০-২ ব্যবধানে হেরে যায়, তাহলে অঙ্কটা জটিল হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কা যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শেষ টেস্টে জিতে যায়, তাহলে দ্বীপরাষ্ট্রের পিসিটি হবে ৬১.৫৩ শতাংশ। আর দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে প্রোটিয়াদের পিসিটি ৬১.১১ শতাংশ হবে। তাই ভারতীয়দের প্রার্থনা করতে হবে যে প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ টেস্টে যেন হেরে যায় অথবা পাকিস্তানের কাছে একটি টেস্টে যেন হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

৩-২ ব্যবধানে জিতলে কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত?

ভারত যদি ৩-২ ব্যবধানে জেতে, তাহলে পিসিটি দাঁড়াবে ৫৮.৭৭ শতাংশ। সে ক্ষেত্রে জটিল অঙ্কের উপর নির্ভর করতে হবে টিম ইন্ডিয়াকে।

১) দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্ট জয়, শ্রীলঙ্কার দুটি টেস্ট জয়: এই সমীকরণে প্রোটিয়াদের পিসিটি হবে ৬৯.৪৪ শতাংশ। আর শ্রীলঙ্কা ৫৩ শতাংশের আশপাশে থাকবে। সেক্ষেত্রে ফাইনালে উঠে যাবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

২) তিনটি টেস্ট জয় শ্রীলঙ্কার: এই সমীকরণে শ্রীলঙ্কার পিসিটি ৬১.৫৩ শতাংশ হবে। আর দক্ষিণ আফ্রিকা বাকি দুটি টেস্টে জিতে যায়, তাহলে পিসিটি হবে ৬১.১১ শতাংশ। তাই ওরকম পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের সাহায্য লাগবে ভারতের। পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি টেস্টও ড্র করে দিতে পারে, তাহলে প্রোটিয়াদের পিসিটি হবে ৫৮.৩৩ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here