রাঁচিতে দেখা মিলল তক্ষক সাপের। কথিত আছে,  প্রায় ১০০ বছর বেঁচে থাকতে পারে তক্ষক। প্রচণ্ড বিষধর এই সাপ দেখার পর থেকে স্থানীয় মানুষদের সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে।

তক্ষক হিন্দু ও বৌদ্ধ ধর্মে সাপের রাজা হিসেবে পরিচিত এবং হিন্দু মহাকাব্য মহাভারতে এর উল্লেখ রয়েছে। মহাকাব্য অনুসারে, তক্ষক তক্ষশীলা নামে একটি শহরে বাস করতেন। সেখানেই পাণ্ডবরা সর্পদের উৎখাত করে গড়ে তুলেছিলেন ইন্দ্রপ্রস্থ।

শুধু হিন্দু মহাকাব্যই নয়, চিনা ও জাপানি পুরাণেও তক্ষককে উড়ন্ত সাপ বলে বর্ণনা করা হয়েছে। বলা হয় আজও তক্ষক বস্তার, ছত্তিশগড়ের পাহাড়ি জঙ্গলে বসবাস করে। এও বিশ্বাস করা হয় যে এই সাপের বিষের এক ফোঁটাও মানুষকে মেরে ফেলতে সক্ষম। মহাভারত অনুসারে, রাজা পরীক্ষিত তক্ষক সাপের দ্বারা নিহত হন।

http://Takshak Naga described in Mahabharata was seen in Ranchi

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here