হাতে গোনা মাত্র দুই দিন পরেই অ্যাডিলেডে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দিন রাতের টেস্ট। কিন্তু তার আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা দুশ্চিন্তার খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার অ্যাডিলেডে ভারতের প্রথম অনুশীলন ছিল। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনুশীলনে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। শুভমান গিলের সঙ্গে অনুশীলনে যান কোহলিও। ব্যাটিং শেষে হঠাৎ দেখা যায়, দলের ফিজিও এসে বিরাটের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ায় ক্রিকেটমহলে। তবে পরে দেখা যায়, হাঁটুতে ব্যান্ডেজ থাকলেও স্বাভাবিকভাবেই চলা ফেরা করছেন বিরাট। শেষ টেস্টে শতরান করেছিলেন কোহলি। এ দিকে, ক্যানবেরায় একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নামেননি তিনি। কিন্তু কেন নামলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ম্যাচ শুরুর আগে নেটে জশপ্রীত বুমরাহর সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, অজি শিবিরে চোটের খবর পাওয়া গিয়েছে। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন স্টিভ স্মিথ। থ্রো ডাউনের সময় আঙুলে চোট লেগেছে তাঁর। সেই কারণে মঙ্গলবার তিনি অনুশীলন করেননি বলে জানা গিয়েছে। বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে নামার আগে এই দুই তারকার চোট বড় সমস্যায় ফেলতে পারে দুই দলকে।