চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে নামার আগে চোট ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ফুটবলারের। আগামী ৭ ডিসেম্বর বিপক্ষের ঘরের মাঠে নামবে লাল-হলুদ দল। তার আগে চোট পেয়ে অনুশীলন থেকে বেরিয়ে গেলেন সাউল ক্রেসপো।
মঙ্গলবার অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ পর প্র্যাকটিস গ্রাউন্ড ছাড়েন ক্রেসপো। ইস্টবেঙ্গল মিডফিল্ডারকে নিয়ে চোট চিন্তা নতুন করে তৈরি হল। সাইডলাইনেই ফিটনেস ট্রেনিং করতে থাকেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডিও। তবে মাঝপথেই অনুশীলন ছেড়ে চলে যান। চেন্নাই ম্যাচের আগে আচমকাই সাউলকে ঘিরে তৈরি হচ্ছে সংশয়ের মেঘ। মাদিহ তালাল এ দিন দলের সঙ্গে পুরো অনুশীলন করেন। দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের সঙ্গে জুটি বেঁধে অনুশীলনে বেশ কিছু গোলও করলেন। আইএসএলের প্রথম ম্যাচ জয়ের স্বাদ পাওয়ার পর সাউলের চোট নতুন করে চিন্তা বাড়ছে লাল-হলুদের অন্দরে। বর্তমানে আইপিএল লিগ টেবলের লাস্টবয় ইস্টবেঙ্গল। ৮ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী ৭ ডিসেম্বর চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার পর আগামী ১২ ডিসেম্বর ফের ঘরের মাঠে ওড়িশা এফসি’র মুখোমুখি হবে অস্কার ব্রুজো’র দল। নকআউট পর্বে খেলতে হলে আসন্ন ম্যাচগুলি জিততে হবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here