নারী-পুরুষ ছাড়াও সৃষ্টির এক বিরাট রহস্য তৃতীয় লিঙ্গের মানুষ। যারা নারীও না আবার পুরুষও না। সমাজে তাদের আলাদা একটা শ্রেণি তৈরি হয়েছে। নিজেদের গোষ্ঠীর মধ্যেই থাকতে তারা পছন্দ করেন। কিন্তু কথা হল- নারী ও পুরুষের বাইরে হিয়ে তৃতীয় লিঙ্গের সন্তান কেন জন্ম নেয়?
বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী, মানবদেহে মোট ৪৬টি বা ২৩ জোড়া ক্রোমোজম থাকে। এর মধ্যে ২২ জোড়া ক্রোমোজমকে অটোজম বলে আর বাকি এক জোড়া ক্রোমোজমকে সেক্স ক্রোমোজম বলে।
এই সেক্স ক্রোমোজম দুটি এক্স (X) এবং ওয়াই(Y) নামে পরিচিত। সন্তানের লিঙ্গ নির্ধারণে এরা মূখ্য ভূমিকা পালন করে। অন্যদিকে নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজমই X ক্রোমোজম অর্থাৎ XX, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY।
এখন মিয়োসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে সন্তান হয় ছেলে নয়তো মেয়ে হয়। কিন্তু মাঝে মধ্যে কোষ সঠিকভাবে বিভাজন না হওয়াই সেক্স ক্রোমোজম XX বা XY এর বদলে XXX বা XXY এইরকম অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়, যার ফলস্বরূপ বাচ্চা তৃতীয় লিঙ্গ বিশিষ্ট হয়।