ফের আত্মহত্যা ফিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। রবিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর আইআইটির ( IIT Kharagpur) এক ছাত্রের। সেদিন সকালে খড়্গপুর আইআইটি-র হোস্টেল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখও স্পষ্ট হয়নি। ওই ছাত্রটি আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফের এক পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার খড়্গপুর আইআইটির হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শাওন মালিক নামে ২১ বছরের ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে আইইটির হোস্টেলে ছাত্র মৃত্যুর খবর পেয়ে যায় পুলিশ। ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু তা এখনও স্পষ্ট হয়নি। ওই ছাত্রটি আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃত ছাত্রের দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এদিকে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে মর্মান্তিক এই ঘটনার খবর ছাত্রের পরিবারকে জানানো হয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটি ক্যাম্পাসে পুলিশ কুকুর এনে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। হোস্টেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।