
ISL-এর ডার্বিতে ইস্টবেঙ্গলকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। গুয়াহাটিতে পিভি বিষ্ণুর শট আপুইয়ার হাতে লাগলে ইস্টবেঙ্গল ফুটবলারদের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।
ক্রমাগত খারাপ রেফারিং এর শিকার হতে হচ্ছে আইএসএল-এর ক্লাবগুলিকে। ইস্টবেঙ্গল এর আগেও একাধিক বার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এই ঘটনার পর রীতিমত ভিডিও ফুটেজ সামনে এনে অপদার্থ রেফারিং-এর নমুনা পেশ করে। ডার্বি রেফারিং-এ কার্যত কোণঠাসা হয়ে, ফেডারেশনকে আসরের নামাতে হয় রেফারিদের হেডস্যার ট্রেভার কেটেলকে।
ডার্বিতে জঘন্য রেফারিংয়ে রেশ কাটতে না কাটতেই আবার রেফারিং নিয়ে বিতর্ক, সেটিও পেনাল্টিকে কেন্দ্র করে ছোটদের ডার্বিতে। এবার অভিযোগকারী মোহনবাগান ফুটবলাররা।
বুধবার মোহনবাগান মাঠে অনূর্ধ্ব ১৭ যুব ডার্বি ছিল। মোহনবাগানের ২৬ নম্বর জার্সিধারী ফুটবলার মহম্মদ সরফরাজ ডান প্রান্ত থেকে সেন্টার রেখেছিলেন লাল-হলুদের পেনাল্টি বক্সে। সেই সময়ে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে ছিলেন ৭ নম্বর জার্সিধারী মহম্মদ রাজা। বল তাঁর হাতে লাগলে মোহনবাগানের ফুটবলাররা হ্যান্ডবলের আবদেন করেন। কিন্তু রেফারি ম্যাচ চালু রাখেন। হ্যান্ডবল দেননি। মোহনবাগান এই ম্যাচটি জেতে ১-০ গোলে।
পেনাল্টি নিয়ে বিতর্ক চিরকালের। যে দলের বিরুদ্ধে সিদ্ধান্ত যায়, সেই দল বরাবর আওয়াজ তুলে আসে।