বর্তমান সময় বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মানুষের মনে এক আলাদা উত্তেজনা। বলা যায়, ভ্রমণের জন্য এবং স্বল্প সময় গন্তব্যে পৌঁছানোর জন্য এই স্বয়ংক্রিয় ট্রেনই সকলের প্রথম পছন্দ। বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হওয়ার পর থেকেই মানুষ এই পরিষেবা কতটা পছন্দ করেছেন সে কথা না বললেই নয়। আর এবার এই এক্সপ্রেস নিয়ে অপেক্ষার অবসান ঘটাল পূর্ব রেলের পক্ষ থেকে। আরও বিরাট সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। জেনে নিন কি সুবিধা।

ভারতীয় রেলের (Indian Railways) বিরাট পদক্ষেপ শিয়ালদহ থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রসঃ

শোনা যাচ্ছে, এবার শিয়ালদহ থেকেই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সবকিছু ঠিকঠাক থাকলেই খুব শীঘ্রই এই পরিষেবা পেতে চলেছেন ট্রেন যাত্রীরা। আসলে বর্তমান সময় বাংলা থেকে যেকটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে সবটাই হাওড়া থেকে। যার ফলে রেল (Indian Railways) যাত্রীদের মনে কোথাও গিয়ে এই নিয়ে আক্ষেপ থেকে গিয়েছে। শিয়ালদহতে এই পরিষেবা না থাকার কারণে অনেকেই দাবি তোলেন বলেও শোনা যায়। আর এবার যাত্রীদের সন্তুষ্ট করতে তাঁদের বরাদ্দ ঠিকানা থেকেই ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

এলাকা পরিদর্শন পূর্ব রেলের: জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ইতিমধ্যেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার–সহ উচ্চপদস্থ অফিসাররা এলাকা পরিদর্শন করে এসেছেন। এমনকি শিয়ালদহ ও কলকাতা স্টেশন টার্মিনালে কোচিং ডিপো নির্মাণের কাজ চলছে। কাশীপুরে রেল ইয়ার্ডের পরিকল্পনা চলছে, সেখানেই হবে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ। শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর বিষয়ে যে জোর চিন্তা ভাবনা চলছে সে বিষয় জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর। বলা যায় রেলের (Indian Railways) পক্ষ থেকে এই পদক্ষেপ সকল যাত্রীদের মুখে হাসি ফোটাবে।

কবে থেকে শিয়ালদহতে এই পরিষেবা চালু হবে: রেল (Indian Railways)  আধিকারিকদের মতে, শিয়ালদহতে বন্দে ভারত এক্সপ্রেস সুবিধা পেতে আর কয়েক মাস‌ অপেক্ষা করতে হবে। এছাড়াও হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেনগুলি চালানোর পরিকল্পনাও চলছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে ৩ মাস সময় লাগতে পারে। সব ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা পেতে চলেছেন যাত্রীরা এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর। অর্থাৎ এই নিয়ে খুব বেশি অপেক্ষা করতে হবে না আপনাদের।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে সুবিধা: জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে রেলের (Indian Railways)  আয় বাড়বে। কেননা শিয়ালদহ থেকে এই পরিষেবা নিতে যাত্রীরা অনেক আগে থেকেই চাহিদার কথা জানিয়েছেন বলে শোনা যায়। আর তাতেই আশার আলো দেখছে পূর্ব রেল। প্রসঙ্গত, বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয় হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটের মধ্যে। তারপর থেকেই একাধিক রুটের এই সুবিধা আনা হয়েছে। আর এবার সেই সুবিধা দিতে আরও একধাপ এগিয়ে গেল পূর্ব রেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here