
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ২৩ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিল। এর মধ্যে KYC আপডেট করাতেই হবে। নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এমনটাই জানানো হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে। পিএনবি-এর কর্তারা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক।
পাশাপাশি ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছে, যে সব গ্রাহকদের ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেটের কথা ছিল, কিন্তু করাননি, তাঁরা যদি ২০২৫ সালের ২৩ জানুয়ারির মধ্যে তা না করান, তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কেওয়াইসি-এর জন্য কী কী নথিপত্র দিতে হবে? পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের যে কোনও শাখায় গ্রাহকরা তাঁদের পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড অথবা ফর্ম ৬০, আয়ের প্রমাণপত্র, মোবাইল নম্বর অথবা অন্যান্য KYC তথ্য জমা দিতে পারবেন।
পাশাপাশি ২৩ জানুয়ারির মধ্যে পিএনবি ওয়ান বা ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসেস বা নিবন্ধিত ইমেল কিংবা ডাক মারফত হোম ব্রাঞ্চে এই সমস্ত নথিপত্র পাঠানো যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি তথ্য আপডেট না করলে অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে পিএনবি। যে কোনও সহায়তার জন্য গ্রাহক তাঁদের নিকটস্থ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় যেতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট https://www.pnbindia.in –এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারেন।
অনলাইনে খুব সহজেই কেওয়াইসি স্ট্যাটাস দেখে নেওয়ার সুবিধা পান গ্রাহকরা। এর জন্য প্রথমে লগ ইন করতে হবে। স্ক্রিনেই গ্রাহক তাঁর কেওয়াইসি স্ট্যাটাস দেখতে পাবেন। এ থেকে কেওয়াইসি আপডেট করতে হবে কি না, বুঝতে পারবেন গ্রাহক। যে সব গ্রাহক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়ান অ্যাপ ব্যবহার করেন, তাঁরা অ্যাপে লগ ইন করে কেওয়াইসি স্ট্যাটাস দেখে নিতে পারেন। এ থেকে অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না কিংবা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মানা হচ্ছে কি না, তাও বোঝা যায়।
কেওয়াইসি মানে হল ‘নো ইওর কাস্টমার’। এটা একটা প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যাঙ্ক বা সংস্থা গ্রাহকের পরিচয় নিশ্চিত করে। ভারতীয় রিরিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট খোলার পর নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্ক বা কোম্পানি কেওয়াইসি আপডেটের বার্তা পাঠায়। গ্রাহককেও সেই অনুযায়ী কেওয়াইসি আপডেট করতে হয়।