শুক্রবার জাতীয় গেমসে মিশ্র ফলাফল করল বাংলার। ৩৮ তম জাতীয় গেমসের প্রথম সোনাটি এল এই দিনই। ২০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে বাংলাকে সোনা এনে দিলেন সৌব্রিতি মন্ডল।
বাংলার হয়ে মহিলা ভরোত্তলনের ৫৫ কেজি বিভাগে রূপো জিতলেন শর্বাণী দাস। মহিলাদের ফুটবলে দিল্লিকে ২-১ গোলে পরাজিত করে বাংলা। ওয়াটার পোলোতেও নিজেদের আধিপত্য দেখান বাংলার মহিলা দল। প্রতিপক্ষ দিল্লিকে তারা পরাজিত করে ১০-২ ব্যবধানে।
অন্য দিকে, আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে বাংলার পুরুষ খো খো দল। মহারাষ্ট্রের বিরুদ্ধে তারা পরাজিত হয় ২২-৩২ ব্যবধানে।
মহিলা ভলিবলে গ্রুপ লিগে তামিলনাডুর বিরুদ্ধে ২-৩ সেটে পরাজিত হয় বাংলা দল।