তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট চলছে শনিবার। আর এই বাজেট অধিবেশনে সকলেরই প্রধান নজর ছিল আয়করের দিকে। আগেই প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত, যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে।

বাজেট চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না । বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় হবে এই নতুন ঘোষণায়।

এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। ১৬ থেকে ২০ লাখ উপার্জনকারীরা ১৫ শতাংশ আয়কর দেবেন। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হল বাজেটে। ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে। ২ লক্ষ ৪০ হাজার বেড়ে TDS-এ ৬ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হল। আগামী সপ্তাহে আসবে নতুন বিল। তাতে আয়কর কাঠামো আরও সরল করা হবে, আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here