ব্যর্থতার সরণিতে রয়েছে মহমেডান। ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ২৭ গোল হজম করে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। এই পরিস্থিতিতে তাদের আর হারানোর কিছু নেই। তাই মোহনবাগানের বিরুদ্ধে অলআউট ঝাঁপানোর পরিকল্পনায় রয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু’র ছাত্ররা।

শুক্রবার সাংবাদিকদের সামনে মহমেডানের সহকারী কোচ ওয়াডু বলেন, “আমাদের হারানোর কিছু নেই। লিগের তলানিতে রয়েছি আমরা। তাই মোহনবাগানের বিরুদ্ধে শুধুমাত্র ডিফেন্স করলে হবে না। গোল করতে হবে। তা না হলে জয় পাওয়া মুশকিল।” এক দিকে ক্লাবের অভ্যন্তরীণ জটিলতা অন্যদিকে আবার মোহনবাগানের(১৮ ম্যাচে ৪০ পয়েন্ট) মতো শক্তিশালী প্রতিপক্ষ। সবমিলিয়ে ডার্বিতে সাঁড়াশি চাপের মধ্যে রয়েছে মহমেডান। এই নিয়ে ওয়াডু বলেন, “ক্লাবের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। যা আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলছে। কিন্তু তা সত্ত্বেও আমার বিশ্বাস প্লেয়াররা তাদের ১০০ শতাংশ দেবে।”

ডার্বিতে মোহনবাগানের সামনে আবার অন্য সমীকরণ! গতবারের মতো এবারও লিগ শিল্ড জয়ের কাছাকাছি রয়েছে সবুজ-মেরুন। কিন্তু কোচ হোসে মোলিনা’র চিন্তা অন্য বিষয়ে। লিগ শিল্ড নয়, তিনি আপাতত গুরুত্ব দিচ্ছেন মহমেডান ম্যাচকে। আসন্ন এই ম্যাচে সাদা-কালো’কে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য মোলিনার। এ দিন তিনি বলেন, “মহমেডান ভাল দল। টেবলের শেষের দিকে থাকলেও ওরা যথেষ্ট লড়াই করছে। তাই এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিগ শিল্ড নিয়ে ভাবছি না, একটা একটা করে ম্যাচ জিতে এগিয়ে যেতে হবে। মহমেডানের মতো দলকে হারাতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে।” এ দিন মোলিনার পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিশাল কাইথ। ১৮ ম্যাচের মধ্যে ১০টিতে ক্লিনসিট রেখেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও মহমেডান’কে সহজ দল হিসেবে মানতে নারাজ মোহনবাগান গোলরক্ষক। তিনি বলেন, “প্রত্যেকটি দলই ভাল। তাই কাউকে হালকাভাবে নিলে চলবে না। আমরা সবসময় নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমরা দল হিসেবে খেলি এবং দল হিসাবেই সাফল্য পাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here