বিয়ের আগে অনেকেই জোটক বিচার করেন। আসলে বিয়ে তো দুটো মানুষের মনের মিল। মানসিক দূরত্ব থেকেই হয় বিচ্ছেদ। তাই দেখে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া উচিত নয়

১) মেষ রাশির সঙ্গে বৃষ রাশির বিয়ে হওয়া একদমই উচিত নয়। কারণ, মেষ রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা প্রকৃতির হন।

২) বৃষ রাশির জন্য ধনু রাশির বিবাহের সম্পর্ক একেবারেই অযোগ্য। বৃষ রাশির জাতক-জাতিকারা সৎ প্রকৃতির হন এবং নিজের লক্ষ্যে স্থির থাকতে পছন্দ করেন।

৩) মিথুন রাশির ব্যক্তিদের সঙ্গে মকর রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন কখনওই সুখের হয় না। কারণ, এই দুটি রাশি একদমই বিপরীত চরিত্রের।

৪) কর্কট রাশির জাতক-জাতিকাদের কুম্ভ রাশির সঙ্গে বিয়ে হওয়া উচিত নয়। কারণ, কর্কট রাশির ব্যক্তিরা আবেগপ্রবণ হন আর কুম্ভ রাশির মধ্যে আবেগ খুবই কম থাকে।

৫) সিংহ রাশির সঙ্গে বৃশ্চিক রাশির বিয়ে হওয়া অনুচিত। কারণ, সিংহ রাশি মানসিক দিক থেকে খুবই শক্তিশালী। তাঁরা অন্যের বশ্যতা স্বীকার করতে চান না।

৬) কন্যা রাশির সঙ্গে ধনু রাশির মিল হওয়া প্রায় অসম্ভব। কারণ, কন্যা রাশি সব সময় অন্যদের সাহায্য করতে চান, কিন্তু ধনু রাশির জাতক-জাতিকারা প্রতিযোগীমনস্ক হন।

৭) তুলা রাশি জাতক-জাতিকাদের সঙ্গে কন্যা রাশির মেলবন্ধন সুখের হয় না। কারণ, তুলা রাশি নিজেকে নিয়ে ভাবতেই বেশি পছন্দ করেন। কন্যা রাশি সব সময় অন্যদের সাহায্য করতে চান।

৮) বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির মিল অসম্ভব বললেই চলে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা নরম মনের মানুষ বেশি পছন্দ করেন।

৯) ধনু রাশির সঙ্গে বৃষ রাশির বিয়ে হওয়া উচতি নয়। কারণ, ধনু রাশি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর বৃষ রাশি নিজেকে নিয়ে।

১০) মকর রাশির সঙ্গে মিথুন রাশির জাতক-জাতিকারা কখনওই সুখে থাকতে পারেন না।

১১) কুম্ভ রাশির কখনও কর্কট রাশির ব্যক্তিদের বিয়ে করা উচিত নয়। কুম্ভ রাশির জাতক-জাতিকারা সব ব্যাপারে খুব যত্নশীল হন।

১২) মীন রাশির সঙ্গে কন্যা রাশির বিয়ে দেওয়া একদমই উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here