আশা বাড়িয়ে স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীত সিংহেরা। যেন আবারও সত্যি হতে চলেছে চক দে ইন্ডিয়ার গল্প। ভারতের হকি দলের কাছে এখন অনেক আশা ভারতবাসীর। ১৯৮০ সালের পর থেকে অলিম্পিক্সের হকিতে সোনা জিততে পারেনি ভারত। ৪৪ বছর পরে সেই সুযোগ এসেছে। তবে তার আগে সেমিফাইনালে জার্মানিকে হারাতে হবে হরমনপ্রীতদের। তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে এই জার্মানিকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল ভারত।
এ বারের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকেই ভাল খেলছে ভারত। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একটু সমস্যা হয়েছিল। সেই ম্যাচও বার করেছে ভারত। আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করেছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন তথা গত অলিম্পিক্সে সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়েছে ভারতকে। তবে হরমনপ্রীতেরা যে লড়াই দিয়েছেন তার প্রশংসা হয়েছে।
৭২ বছর পরে অলিম্পিক্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। তারপর বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা গ্রেট ব্রিটেনকে হারিয়েছে ভারত। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে লাল কার্ড দেখেন ভারতের ডিফেন্ডার অমিত রুইদাস। ফলে ৪১ মিনিট ১০ জনে খেলতে হয় হরমনপ্রীতদের। তার পরেও লড়াই ছাড়েনি ভারত।
প্রথমে গোল করে এগিয়ে যায় তারা। গ্রেট ব্রিটেন সমতা ফেরালেও জিততে পারেনি। পরে শুট আউটে নায়ক হয়ে ওঠেন পিআর শ্রীজেশ। এটিই তাঁর শেষ অলিম্পিক্স। প্রতিটি ম্যাচ শেষ ম্যাচ ভেবে খেলতে নামছেন তিনি। শুট আউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জিতলেও অমিতের লাল কার্ড নিয়ে অভিযোগ করেছে ভারত। রেফারির সিদ্ধান্তেও খুশি নয় তারা।