আরজি কর-কাণ্ড যে খানিক থিতিয়েছে তা নিয়ে সন্দেহ নেই। হয়তো মানুষ সব ভুলে যাননি, তবুও সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিনের প্রতিবাদ যেন বেশ কিছুটা স্তিমিত। আর ঠিক এই সময়কালেই মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’। শুক্রবার মুক্তি পেতে চলেছে সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবি।
পরিচিত শিল্পীদের মধ্যে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগেরা। কনীনিকা অভিনয় করেছেন মমতার চরিত্রে। রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন শান্তনু সেন। এছাড়াও এই ছবিতে অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
২০২৩ সালের পুজোর সময়ে শেষ হয়েছিল ‘সুকন্যা’র শুটিং। সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কাজ শেষ করে গত ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ৯ অগস্ট ঘটে যায় আরজি করের ঘটনা। রাজ্য উত্তাল হয়। রাস্তায় রাস্তায় নাগরিক আন্দোলন। তাই সম্ভবত ছবি মুক্তি পিছিয়ে যায়। ওবশেষে আরজি কর ক্ষতে সময় বেশ খানিকটা প্রলেপ দিয়েছে। তাই নির্মাতারাও এই সময়টাকেই বেছে নিয়েছেন ‘সুকন্যা’র মুক্তির জন্য।
ছবিতে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার মমতার যাত্রাপথ দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে একটি কন্যাসন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। সেই সন্তানই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। হয়ে উঠছেন এক জন আইপিএস অফিসার।
প্রসঙ্গত ‘সুকন্যা’য় অভিনয় করছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আরজি কর চর্চা যখন তুঙ্গে, তখন তিনিও ছিলেন শিরোনামে। শান্তনু নিজে আরজি করের প্রাক্তনী। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরে তিনি প্রকাশ্যে ওই হাসপাতালের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক বার। প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও আরজি করের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায়ের। তারপরেই দলের মুখপাত্রের পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দিয়েছিল তৃণমূল।