যোগ্যতা অর্জন পর্ব আগেই উতরে গিয়েছেন নীরজ চোপড়া। পৌঁছে গিয়েছেন প্যারিস অলিম্পিক্সের ফাইনালে। আরও এক বার সোনার দৌড়ে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী।

যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। গ্রুপ বি-তে ছিলেন নীরজ। এই পর্বে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠা যায়। নীরজ প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছেন।  কিশোর জেনা যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন।

গ্রুপ এ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭), চেকিয়ার ইয়াকুব ভাদলেক (৮৫.৬৩) এবং ফিনল্যান্ডের টনি কেরানেন (৮৫.২৭)।

গ্রুপ বি থেকে নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডরসন পিটার্স (৮৮.৬৩), পাকিস্তানের আরশাদ নাদিম (৮৬.৫৯) ব্রাজিলের লুইজ মরিসিয়ো ডা সিলভা (৮৫.৯১) এবং মলডোভার আন্দ্রিয়ান মারডারে (৮৪.১৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here