কৌশিক চক্রবর্তী

দীর্ঘ সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরেই দারুণ ছন্দে মহম্মদ শামি। চোট এবং রিহ্যাবের মধ্যে দিয়ে প্রায় একটা বছর কেটে গিয়েছে, মাঠে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলারকে। তিনি কবে ফিরবেন এটা নিয়েই ছিল গুঞ্জন। অবশেষে ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করলেন বিধ্বংসী পেসার।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে নিলেন চার উইকেট। ১৯ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ৫৪ রান, যার মধ্যে রয়েছে চারটি মেডেন। শামি যদি পুরোপুরি ফিট হয়ে থাকেন এবং এই ছন্দ পরবর্তী ইনিংসে ধরে রাখেন তা হলে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে বাংলার পেসারকে দলে রাখার পক্ষে সওয়াল করলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাবা করিম। অস্ট্রেলিয়া সিরিজের আগে চোট কাটিয়ে শামির ফিরে আসাকে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন প্রাক্তন জাতীয় নির্বাচক। তিনি বলেছেন, “প্রত্যাবর্তনে শামির এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটর জন্য খুব ভাল খবর। এখান থেকে বোঝা যাচ্ছে যে ও ম্যাচ ফিট এবং পুরোপুরি চোট কাটিয়ে উঠেছে। শামির ফিরে আসার অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেট এবং রঞ্জি ট্রফিতে খেলার ফলে ম্যাচ প্র্যাকটিসও ঠিক মতো পাচ্ছে ও। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ওকে জাতীয় দলে ফেরানো প্রয়োজন, যাতে অস্ট্রেলিয়াতে ভারতীয় দল ওর সার্ভিস পেতে পারে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বোলিং করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে যেটা বর্ডার-গাভাসকর ট্রফিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে। কারণ টেস্ট চ্যাম্পিয়নিপের ফাইনালে খেলতে হলে ভারতকে ৪টি টেস্ট জিততে হবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে।”
তাঁর আরও সংযোজন, “প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করেছে শামি যেটা একটা ভাল দিক, এটা নির্দেশ করে ও এখন পুরোপুরি ফিট। আমি নিশ্চিত নির্বাচকরা শামির সঙ্গে কথা বলবে নিজেদের মতো করে এবং তাঁরা বাংলা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলবে আরও ভালভাবে বিষয়টা বোঝার জন্য যে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলার জন্য ও পুরোপুরি তৈরি কি না। পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ও কী রকম বোলিং করে তার উপরও নজর থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here