পুকুরে হোক বাড়িতে স্নান করতে গিয়ে অনেক সময়েই কানের ভিতর জল ঢুকে গিয়ে ব্যথার সৃষ্টি হয়। এরপর সেই জল না বেরোলে তা চিকিৎসকের পরামর্শ মতো ‘ইয়ার ড্রপ’ ব্যবহার করে সেই সমস্যার সমাধান করেন অনেকেই। আবার অনেকেই আছেন বিভিন্ন সময়ে দেশলাই কাঠি দিয়ে কান খুঁচিয়ে থাকেন। যার জেরে কান কটকট, ঝনঝন, ব্যথা কিংবা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে কানের যে কোনও রকম সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন-তখন ওই ওষুধ ব্যবহার করা মোটেও ঠিক নয়। বিশেষ করে ইয়ার ড্রপ। কারণ এই বর্ষাকালে ইয়ারড্রপ ব্যবহার করলে ফল হিতে বিপরীত হতে পারে।
কারণ কানের ভিতর এমন স্যাঁতসেঁতে পরিবেশ আবার ব্যাক্টেরিয়া বা ছত্রাকের বাড়বৃদ্ধির জন্য আদর্শ। তবে কানের যে কোনও সমস্যার সমাধানে কিন্তু ইয়ার ড্রপ নয়।
যে কোনও সমস্যায় ইয়ার ড্রপ ব্যবহার করা ভাল?
কানের ভিতরের ময়লা পরিষ্কার করতে কিংবা কানের যন্ত্রণায় আরাম পেতে অনেকেই ইয়ার ড্রপ ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকে। বহু ক্ষেত্রে তা শ্রবণশক্তি হারানোর কারণ হয়ে দাঁড়ায়।
বর্ষাকালে কানের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করণীয়?
১) নিয়মিত কান পরিষ্কার করতে হবে। তবে তুলো ব্যবহার করবেন।
২) হেডফোন, ইয়ারফোনকে প্রতিদিন পরিষ্কার করতে হবে।