
আইএসএল-এ জঘন্য রেফারিং নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার ক্লাব তাঁবুতে একটি সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগড়ে দিলেন লাল-হলুদ ক্লাবের আধিকারিকরা। যেখানে উপস্থিত ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা ও ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়।
গত শনিবার আইএসএলের ডার্বিতে মোহনবাগানের কাছে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে তারা। ওই ঘটনার পরেই রেফারীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিল ইস্টবেঙ্গল। তবে এটা প্রথম নয়, আগেও একাধিকবার এমন ঘটনার সাক্ষী থেকেছে লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দীপ্রাচীন ক্লাবটি। ফেডারেশনের কাছে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানাল ইস্টবেঙ্গল। শুধু ডার্বি নয় ওড়িশা, গোয়া এমনকি হায়দরাবাদ ম্যাচেও অযথা লাল-হলুদের বিরুদ্ধে রেফারি সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এ দিন দেবব্রত সরকার বলেন, “আইএসএল ‘এক শহর এক ক্লাবের’ ভিত্তিতে শুরু হয়েছিল। এখন সময় অনেক বদলে গিয়েছে কিন্তু আইএসএল আয়োজকরা পক্ষপাতিত্ব মূলক আচরণ থেকে বেরিয়ে আসতে পারেনি।” পাশাপাশি এ দিন কোচ অস্কার ব্রুজো’কে বদল নিয়েও প্রশ্ন ওঠে, যার জবাবে দেবব্রত সরকার বলেন, “এখনই কোচ বদল করার সময় আসেনি। এখনও অনেক সময় রয়েছে। এই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।”