ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে। কোন উপায়ে মুখে পাকা পেঁপে মাখবেন, রইল টিপস পাকা পেঁপে খেলে একাধিক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর পাকা পেঁপে মুখে মাখলেও জেল্লা ফেটে পড়ে।
শুষ্ক ত্বকে পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে মাখতে পারেন। এতে ১ চামচ কাঁচা দুধ মেশাবেন। এই ফেসপ্যাক ত্বককে নরম ও মসৃণ করে তুলতে সাহায্য করে। ব্রণর সমস্যা আপনি পাকা পেঁপের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে মাখুন। এতে আপনি চন্দনের গুঁড়ো বা মুলতানি মাটিও মেশাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখে তরতাজা ভাব ফিরিয়ে আনতে ফলের ফেসপ্যাক সবচেয়ে ভাল।
পাকা পেঁপে, শসা ও কলা একসঙ্গে পেস্ট করে মসৃণ ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে জেল্লা বাড়িয়ে তোলে। পাকা পেঁপের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে কমবে ওপেন পোরস।
মুখের তেলতেলে ভাব নিয়ন্ত্রণে উপযোগী পাকা পেঁপে। পাকা পেঁপে ম্যাশ করে নিন। এতে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাকে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক থেকে সমস্ত ট্যান দূর হয়ে যাবে। পাশাপাশি কমবে দাগছোপও।