প্রতিটি রাজ্যেরই প্রশাসনিকভাবে সমস্ত দায়ভার সমর্পিত থাকে সেখানের মুখ্যমন্ত্রীর উপর। সেই রাজ্যের তথা সেখানের মানুষের ভাল-মন্দ সবকিছু দেখ ভালের মুখ্য দায়িত্ব থাকে তাঁর। তবে সরকারের তরফে এই দায়িত্ব পালনের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। অনেকেই জানেন না সেইসব সুবিধার কথা জানেন না। আজ তবে জেনে নিন কী কী সুযোগ পান মুখ্যমন্ত্রীরা-
বাড়ি- প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আবাসনের সুবিধাও পেয়ে থাকেন। সুসজ্জিত সুন্দর বাড়ি আবার কখনও বাংলোও পেয়ে থাকেন তাঁরা। তার জন্য কোনও ভাড়া কিংবা খরচ করতে হয় না ব্যক্তিগতভাবে। রাজ্য থেকে রাজ্যে বাংলোর সুবিধা পরিবর্তিত হয়।
পেনশন ও অবসরের সুবিধা- মুখ্যমন্ত্রীরা পেনশন ও অবসরের সুবিধা পেয়ে থাকেন। তবে এই সুবিধা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। মুখ্যমন্ত্রী থাকার সময় কিংবা প্রাক্তন হওয়ার পরে মৃত্যু হলে, স্বামী কিংবা স্ত্রীরা সেই সুবিধা পেয়ে থাকেন।
চিকিৎসা- মুখ্যমন্ত্রীরা সরকারি হাসপাতাল কিংবা সরকারি রেফার করা হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন।
ফোনের বিল ও যাতায়াতের খরচ- প্রতিমাসে ফোনের বিলের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকেন মুখ্যমন্ত্রীরা। এছাড়াও বিভিন্ন জায়গায় যাতায়াত তাঁরা বিনামূল্যে করতে পারেন।
বিদ্যুতের সুবিধা- কোনও মুখ্যমন্ত্রীকে বিদ্যুতের বিল দিতে হয় না। যে পরিমাণ বিদ্যুত তিনি ব্যবহার করেন, তা যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তার ওপরে এই সুবিধা পেয়ে থাকেন।