প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করেন। কিন্তু প্রতিদিন আমরা অনেকেই জানা-অজানায় নানা ভুল করে থাকি। ভারতীয় রেলে ভ্রমণের সময় কিছু সাধারণ ভুল কিন্তু যে কোনও দিন আপনার জীবনে চরম বিপদ ডেকে আনতে পারে।

বড় অঙ্কের জরিমানা থেকে জেল অবধি হতে পারে। ভারতীয় রেল কিছু নিয়ম সম্পর্কে খুব সতর্ক। রেল পরিষেবাকে আরও উন্নত করে তুলতে সেই সব বিষয় নিয়ে সচেতনেতাও বেড়েছে। এর আগেও ভারতীয় রেল কতৃপক্ষ সেই কারণে অনেককে মোটা অঙ্কের জরিমানাও করেছে। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনের কোন সাধারণ ভুলের কারণে কারাদণ্ডও হতে পারে আপনার?

রেলস্টেশনে যাত্রীরা প্রচুর আবর্জনা ফেলেন। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ে স্টেশন প্রশাসন লিটারকারীদের ওপর কড়া নজর রাখে। নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও নোংরা ফেলতে গিয়ে হাতে না হাতে ধরা পড়লে ঘটনাস্থলে ৫০০ টাকা জরিমানা দিতে হয়।

প্রতিদিন স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হয়। সকাল বেলা স্টেশন ধোয়ানোর ব্যবস্থা রয়েছে। কোথাও কোথাও দিনে ২-৩ বার স্টেশন ধোয়া হয়। এই পরিস্থিতিতে, রেলওয়ে স্টেশন, ট্রেন এবং প্ল্যাটফর্মে মোটেও ময়লা না ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

রেললাইন পারাপার করার জন্য স্টেশনে সাবওয়ে বা ফুটব্রিজ থাকে। রেললাইন টপকানো বেআইনি। রেললাইন টপকে পার হতে গিয়ে ধরা পড়লে বা রেল চত্বরে মারামারি করলে তার জন্য শাস্তি পেতে হয়। এর জন্য মোটা টাকার জরিমানা দিতে হতে পারে। এমনকি রেলের সম্পত্তির ক্ষতি হলে তার জন্য গ্রেফতার হতে পারেন।

হঠাৎ কোনও কারণে মাঝ রাস্তায় ট্রেন থামাতে হলে তার জন্য প্রত্যেক কামরায় হ্যান্ডেল থাকে। তবে কোনো কারণ ছাড়াই ট্রেন থামালে সেটা অপরাধ। এর জন্য বড় রকমের শাস্তিটা হতে পারে। জেলও যেতে হতে পারে। এ ছাড়া ট্রেনে উচ্চস্বরে কথা বলা, ঝগড়া ও অসৎ আচরণ করলেও শাস্তি হতে পারে।

স্টেশন চত্বরে বা ট্রেনের ভিতরে টিটির সঙ্গে অভব্য বা দুর্ব্যবহার করা যায় না। তা করলে রেল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করলে হলুদ লাইনের ভিতরে দাঁড়ানো উচিত। নাহলে রেল ১৪৭ ধারা অনুসারে ৫০০ টাকা জরিমানা হতে পারে।

মাঝে মাঝে এমনও দেখা যায় যখন ট্রেনে প্রচন্ড ভিড় হয়। পুরুষরা শেষ মূহুর্তে জায়গা না পেয়ে অনেক সময় মহিলা কামরায় উঠে পড়ে। এটি করা উচিত নয়, এর জন্য জরিমানা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here