শুভ গ্রহের মধ্যে ধরা হয় শুক্র গ্রহকে। এই শুক্র হল সুখ, বিলাসিতা, দাম্পত্য জীবনের কারক।
যখন এই গ্রহ স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ২৮ তারিখ শুক্র তার ঘর বদল করতে চলেছে। শুক্র রাশি পরিবর্তন করে তৈরি করবে ‘মালব্য রাজযোগ’।
এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময়। এসময় কোন কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও খুব সুখী হবেন। ব্যবসার প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। চাকরিতে মিলবে সাফল্য। নতুন সম্পত্তি যানবাহন কেনার বিশেষ সুযোগ পাবেন। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের ওপর মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া মানসিক চাপ আগের থেকে কিছুটা হলেও কমবে। নতুন যানবাহন কেনার সুযোগ পাবেন। মন খুব খুশিতে থাকবে। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনার জীবনে আনন্দ লেগে থাকবে। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। সরকারি ও আধা-সরকারি কর্মচারীদের জন্য সময়টি বেশ ভাল।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকায় আপনি খুব ভাল থাকতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া আর্থিকদিকে খুব লাভ হবে। এসময়ে যদি আপনি নতুন চাকরির চেষ্টা করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।