নতুন অধিনায়কের খোঁজে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি বছর মেগা নিলামে ফ্যাফ ডু প্লেসি’কেও রাখেনি আরসিবি। তাই আসন্ন আইপিএলে কে ব্যাঙ্গালোর’কে নেতৃত্ব দেবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। এই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিন জানিয়ে দিলেন কে আরসিবি’কে নেতৃত্ব দিতে চলেছেন।

এখন বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি ও অশ্বিন। সেখানেই একটি ইউটিউব ভিডিওয় অশ্বিন বলেন, “আমার মনে হয় কোহলিই আবার অধিনায়ক হবে। কারণ, নিলামে ওরা কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকত তা হলে সে রকম কোনও বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে।” একই কথা শোনা গিয়েছে এবি ডি’ভিলিয়ার্সের মুখেও। তিনি দীর্ঘ সময় আইপিএলে বিরাট কোহলির দলে খেলেছেন। সম্প্রতি এবিডি বলেন, “এখনও বেঙ্গালুরু কারও নাম ঘোষণা করেনি। কিন্তু কোহলি ছাড়া কেউ ওদের হাতে নেই। কোহলিই এ বার অধিনায়ক হবে।” যদিও এই দুই ক্রিকেটার বিরাট’কে আরসিবি’র অধিনায়ক হিসেবে মনে করলেও ব্যাঙ্গালোরের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছু দিনের মধ্যেই এই খবর প্রকাশ করতে চলেছে আরসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here