সোমবারই সিবিআই গ্রেফতার করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গতকাল রাতেই সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিজাম প্যালেসে আনা হয়। তারপর সিবিআই সূত্রে জানানো হয়, যে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই কারণে আজ মঙ্গলবার আদালতে হাজির করানোর সময়ে হুলস্থুল পরিস্থিতি হয়ে ওঠে আলিপুর আদালত চত্বরে।
তাঁকে দেখে কেউ ‘চোর চোর’ চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যায়। এরপরই ঘটনাস্থলে একেবারে লেগে যায় হুড়োহুড়ি। সেই সময়েই কোনও এক জন সন্দীপের মাথায় পিছন থেকে থাবড়া কষায়। তবে কে এই থাবড়া কষিয়েছেন, সেই বিষয় নিয়ে একেবারেই কিছু বোঝা যায়নি। তবে পরিস্থিতিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাঁকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।
যদিও যে হারে দুর্নীতি করেছেন তিনি। তাই তাঁর উপরে জনরোষ যে রয়েছে তা টের পেয়েই প্রথম থেকে সতর্ক ছিলেন সিবিআই কর্তারা। তাই সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।