বিয়ের পর মধুচন্দ্রিমাকে সকলেই চান একটু স্মরণীয় করেরাখতে। সেই জন্য কেউ কেউ চান দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখতে। কিন্তু এই দেশের মধ্যেই এমন অনেক স্থান রয়েছে যেখানে গেলে আপনার মধুচন্দ্রিমা হতে পারে দূর্দান্ত। সেখানে গেলে প্রতিটি দিনই যেন রেড লেটার ডে।
১. জয়সলমের, রাজস্থান
মরুভূমির এই শহরটি সংস্কৃতি এবং শিল্পকলায় পরিপূর্ণ। সূর্যাস্তের সময় উটের পিঠে চড়ে মরুভূমি ভ্রমণের আনন্দ, সে এক অনবদ্য স্মৃতি হয়ে থকবে আপনাদের জন্য। সেই সঙ্গে নব দম্পতির জন্য রয়েছে রাজকীয় ঘরানার অনুভূতি উপভোগের অনন্য সুযোগ। সন্ধেয় মরুশহরে তাঁবুর বাইরে গান-বাজনা, স্থানীয়দের অনুষ্ঠান নবদম্পতির মন ছুঁয়ে যাবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে মধুচন্দ্রিমার জন্য সেরা সময়।
২. উটি, তামিলনাড়ু
নীলগিরি পর্বতমালার কোলে তামিলনাড়ুর নীলগিরি জেলার ছোট্ট শহর উটি। দেশে থেকেও বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চাইলে মধুচন্দ্রিমায় অবশ্যই যেতে পারেন উটি।উটি সফরের এক অসাধারণ অংশ হিসেবে আপনি যেতে পারেন উটি হ্রদে। এই হ্রদটি বোটিংয়ের জন্যে বেশ বিখ্যাত। এ ছাড়াও বনভোজনের আদর্শ জায়গা হিসাবে এমারেল্ড হ্রদ আপনাদের জন্য আদর্শ। উটিতে গিয়ে ২৬২৩ মিটার উঁচু দোদাবেতা পাহাড়শীর্ষে ভালোবাসা উদ্যাপন করুন সঙ্গীর সঙ্গে।
৩. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
আন্দামান-নিকোবর দীপপুঞ্জ ভারতের সেরা মধুচন্দ্রিমার স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে মধুচন্দ্রিমা করতে গেলে পরতে পরতে রোমাঞ্চকর অভিঞ্জতার অধিকারী হবেন আপনি। একান্তে সময় কাটানোর জন্য আন্দামান-দীপপুঞ্জ হতে পারে আপনার সেরা ঠিকানা।
৪. লেহ লাদাখ, জম্মু ও কাশ্মীর
হিমালয় ও কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত লেহ-লাদাখ যেন সাক্ষাৎ স্বর্গ। শীতল মরুভূমি, মেঘবিহীন নীল আকাশ, তুঁতে নীল রং জলের হ্রদ সবই পাবেন। আপনি যদি আপনার মধুচন্দ্রিমায় রোমাঞ্চের স্বাদ পেতে চান তা হলে প্যাংগং হ্রদের পাশে তাঁবু খাটিয়ে রাত্রিযাপনের ব্যবস্থা করেন তা হলে নিঃসন্দেহে সেটি আপনার নতুন বিবাহিত জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।
৫. লাক্ষাদ্বীপ
জনপ্রিয় মধুচন্দ্রিমার স্থানগুলি মধ্যে একটি অন্যতম স্থান হল লাক্ষাদ্বীপ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ নীল সমুদ্র আর সমুদ্র তট। এ ছাড়াও এখানে রয়েছে ৩৬টি প্রবাল প্রাচীরযুক্ত দ্বীপপুঞ্জ যা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে কোনও মানুষ। স্কুবা ডাইভিং থেকে সার্ফিং, আবার কায়াক রাইডের অভিজ্ঞতা অর্জন করা আপনার হানিমুনকে আলাদা স্তরে নিয়ে যাবে। তবে এ সবের ভিড় থেকে নিজেদের সরিয়ে নিভৃতে সময় কাটাতে চাইলে মিনিকয় আপনার জন্য আদর্শ জায়গা।