প্রত্যেক বাড়িতেই সব ঘরের মধ্যে নারীদের কাছে অত্যন্ত ব্যস্ততম ঘর হল হেঁশেল। এখানেই দিনের অনেকটা সময় কেটে যায় তা বলাই চলে। রান্নাঘর মানেই সেখানে রান্নার সমস্ত সরঞ্জাম থেকে শুরু করে মশলাপাতি ও আনাজপত্র রাখা হয়। তবে রান্না ঘরে এমন দুটি জিনিস রয়েছে সেই জিনিস যদি আপনি উল্টো করে রেখে দেন তাহলে সংসারে অভাব আসে, অশুভ শক্তির প্রভাব পড়ে সংসারের উপর শাস্ত্রমতে, প্রথমটি হল কড়াই! রান্নার পর যদি কড়াই উল্টো করে রাখেন তাহলে সংসারে অর্থের সমস্যা দেখা যায়।
রান্নার পরেই কড়াই আগে মেজে নিয়ে একটি ভাল জায়গায় সোজা করে রাখুন। আর দ্বিতীয়টি হল চাটু। চাটুতে রুটি করার পর সেটি ভাল করে ধুয়ে রেখে দিন। কারণ এই চাটুও কখনও উল্টো করে রাখতে নেই। তাহলে সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসে। চাকরি বা ব্যবসায় উন্নতি হবে না! ঘরে অশান্তি লেগেই থাকবে।