চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে’- সহ বহু লোকসঙ্গীতের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। বাড়িতেই আসেন চিকিৎসক। তিনি এসে জানান সব শেষ। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৮০ বছর। অরুণ চক্রবর্তী রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ ও নাতিদের।

নিউজ ১৮ সূত্র অনুসারে কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানান, শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকে। রাতে ফিরে আসেন বাড়িতে। তারপর গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন।

অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরে চাকরি করতেন। তখন থেকেই লেখালেখি করতেন। অসংখ্য কবিতা রয়েছে কবি অরুন চক্রবর্তীর। তবে ‘লাল পাহাড়ির দেশে’ কবিতা তাঁকে অন্য পরিচিতি দেয়। লাল পোশাক, কাঁধে ঝোলা ব্যাগ, মাথায় রঙিন রুমাল আর ঝোলা ভর্তি চকোলেট। তাই ছোটদের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কবির মরদেহ চুঁচুড়ার রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন গুণমুগ্ধরা। পরে শ্যাম বাবুর ঘাটে  শেষকৃত্য সম্পন্ন হবে কবি অরুণ চক্রবর্তীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here