উত্তরপ্রদেশের হাথরসে ফুড কর্পোরেশন অফিসের একটি গুদামের পাশে মাটির নীচ থেকে একসঙ্গে শতাধিক বাঁদরের মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তার পর থেকেই ঘনীভূত হচ্ছে রহস্য। কী ভাবে এতগুলি বাঁদরের মৃত্যু হল, তা নিয়ে চলছে জল্পনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বাঁদরগুলির। কিন্তু কী থেকে বিষক্রিয়া হল, তা জানতে দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, খাদ্য নিগমের ওই গুদামের আশপাশে কীটনাশক ছড়ানো হয়েছিল। প্রশ্ন উঠছে, তা হলে কি সেই কীটনাশকের জেরেই এতগুলি প্রাণীর মৃত্যুর হল? না কি বাঁদরগুলিকে বিষপ্রয়োগ করা হয়েছিল? পুলিশ জানিয়েছে, খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গুদামে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় না ধরে, ইঁদুরের হাত থেকে ওই শস্য বাঁচাতে অ্যালুমিনিয়াম ফসফাইড ছড়ানো হয়েছিল। গুদামের ভাঙা জানলা দিয়ে বাঁদরের দল ভিতরে ঢুকেছিল। তার পরই বাঁদরগুলির দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে বন্ধ গুদামে কীটনাশকের গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় বাঁদরগুলির মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here