জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার হাই কোর্টে মামলা দায়ের করেছেন তিনি।
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত সেপ্টেম্বর মাসে অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন অভিজিৎ। তখন তা খারিজ হয়ে যায়। এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি।
গ্রেফতারির পরে অভিজিৎকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। কোনও সরকারি কর্মী গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে, নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড করতে হয়। সেই নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছিল অভিজিৎকে।