বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। তারপরেই নৈহাটির বড়মা দর্শনে গেলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন মমতা। পরে নৈহাটি ফেরিঘাটের নাম ‘বড়মা’-র নামে রাখার ঘোষণা করেন। বড়মার মন্দিরে যেতে গেলে যে ঘাটটি পার করতে হয় সেটির সংস্কার করা হবে বলেও জানান। পাশাপাশি, নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণাও করেন।
মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে আসেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম-সহ নৈহাটি এবং ভাটপাড়ার জনপ্রতিনিধিরা। উপনির্বাচনে জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানান মমতা। তার পরই নৈহাটি এবং ভাটপাড়ার হাসপাতালে ওপি়ডি চালুর কথা জানান। পার্থের সাংসদ তহবিল থেকে ওই ওপিডি তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তার মধ্যে একটি হল নৈহাটি। তৃণমূল সব ক’টি আসনেই জিতেছে। উপনির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে।