কোথাও মহাদেব, কারও কাছে তিনি ভৈরব। ভক্তের কাছে শিবের বহু রূপ, বহু নাম রয়েছে। আর দেবাদিদেব মহাদেব যাঁর ওপর কৃপা বর্ষণ করেন, তিনি বিভিন্ন দিক থেকে বিপুল লাভ পান। এই মহাদেবের কৃপায় আসন্ন সময়ে বহু রাশির জাতক-জাতিকারা লাভ পাবেন। ভক্তদের ওপর শিব, তাঁর কৃপা বর্ষণ করতে চলেছেন ২০২৫ সালেও। তবে শিবের এই কৃপায় ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। দেখা যাক, কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন।
সিংহ
সিংহ রাশির জন্য নতুন বছর খুবই শুভ হবে। কারণ এই রাশির জাতক-জাতিকার মাথায় রয়েছে স্বয়ং শিবের কৃপা। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। চাকরিতে হবে উন্নতি, আপনার বেতন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা নতুন কোনও সুযোগ পাবেন। কাজের প্রতিটি ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। পরিবারে খুশি, আনন্দ আসবে। মান সম্মান বাড়তে থাকবে।
মেষ
আসন্ন সময় আনন্দে ভরে উঠবে। এই সময় আপনার ধনলাভ হবে। ভাল সুযোগ আসতে চলেছে আপনার রাস্তায়। ব্যবসা আর কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হবে। অনেক দিনের নানা ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আইনি ঝামেলা থেকে মুক্তি পেয়ে জয়ী হবেন। পরিবারে সুখ-শান্তি আসবে। সব কাজে শিবের কৃপায় সাফল্য আসবে।
মকর
২০২৫ সাল সব দিক থেকে আপনার ভাল কাটবে। ভগবান শিবের কৃপায় সব দিক থেকে আপনি পাবেন সাফল্য। সমাজে আপনার সম্মান বাড়বে। ধন-সম্পত্তিও হু হু করে বাড়তে থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। জীবনে নানা দিক থেকে পাবেন সুখ-সুবিধা।