হোটেলের লবি, বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ডের মতো জায়গায় আজকাল মোবাইল চার্জ দেওয়ার জায়গা থাকে। ইউএসবি পোর্টের সঙ্গে চার্জ দেওয়ার কেব্‌লও থাকে। এই ধরনের চার্জিং স্টেশনে মোবাইল ফোন বা সমতুল কোনও ডিভাইস চার্জ করতে বারণ করা হচ্ছে। জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের তরফে জানানো হয়েছে, পাবলিক চার্জিং স্টেশনেও হানা দিচ্ছে হ্যাকাররা। যে ইউএসবি পোর্টে ফোন চার্জ করছেন, সেটির মাধ্যমেই ফোনে ঢুকে পড়তে পারে ভাইরাস।

অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সাইবার প্রতারণার নানা ফন্দিফিকির খুঁজে নিচ্ছে অপরাধীরা। হ্যাকারদের নজরে রয়েছে বিভিন্ন পাবলিক চার্জিং স্টেশন। সাইবার নিরাপত্তা বিভাগের তরফে সতর্ক করে বলা হয়েছে, চার্জিং স্টেশনের যে ইউএসবি পোর্টে আপনি আপনার ফোন চার্জ করছেন, সেখানে এমন এক ডিভাইস বসিয়ে দিচ্ছে হ্যাকাররা, যার মাধ্যমে আপনার ফোনে ক্ষতিকর ম্যালঅয়্যার ইনস্টল হয়ে যাবে। আর নিমেষেই ইউএসবি পোর্টের কেব্‌‌লের মাধ্যমে ফোনের যাবতীয় তথ্য হ্যাকারদের কবলে চলে যাবে।

প্রতারণার এই নতুন পদ্ধতিকে বলা হচ্ছে ‘জুস জ্যাকিং’। বিভিন্ন পাবলিক চার্জিং স্টেশনে ইউএসবি পোর্টগুলিকে পরীক্ষা করে এমন ম্যালঅয়্যার বা স্পাইঅয়্যারের খোঁজ পাওয়া গিয়েছে। এমনকি দেখা গিয়েছে, চার্জিং স্টেশনের যে কেব্‌লগুলি ফোনে গুঁজে চার্জ দেওয়া হয়, সেগুলিও বিপজ্জনক। এমন ছোট্ট যন্ত্র সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে, যা ফোন থেকে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে। ফোনে স্টোর করে রাখা ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য, কনট্যাক্ট লিস্ট থেকে ছবি, ভিডিয়ো, অনলাইনে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত তথ্যও হ্যাক করে নেওয়া সম্ভব। শুধু তা-ই নয়, ম্যালঅয়্যার ঢুকিয়ে ফোনের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিতে পারে হ্যাকাররা।

জুস জ্যাকিংথেকে বাঁচতে কী করণীয়?

বাড়ি থেকে বেরোনোর সময়ে ফোন সম্পূর্ণ ভাবে চার্জ দিয়ে বেরোন। নিজের পোর্টেবল চার্জার সব সময়েই সঙ্গে রাখুন।

পাবলিক চার্জিং স্টেশনে যদি চার্জ করতেই হয়, তা হলে নিজের থ্রি পিন প্লাগ সঙ্গে রাখুন। সরাসরি চার্জিং স্টেশনের ইউএসবি পোর্ট ব্যবহার না করে থ্রি পিন প্লাগ লাগিয়ে তার পর সেখানে চার্জার লাগাতে পারেন।

চার্জিং স্টেশনের পোর্ট ও চার্জার যদি ব্যবহার করতেই হয়, তা হলে সঙ্গে ‘ডেটা ব্লকার’ রাখতে হবে। চার্জারে সেটি লাগিয়ে নিলেই আর ফোন থেকে ডেটা ট্রান্সফার করা যাবে না।

সবচেয়ে ভাল হয়, যদি পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখেন। চার্জিং স্টেশনে সেটি চার্জ করে নিতে পারেন। তা হলে আর ইউএসবি পোর্টে কেব্‌ল মোবাইলে গোঁজার দরকার পড়বে না।

ফোনে সব সময়ে লাইসেন্সড্ অ্যান্টিভাইরাস, অ্যান্টিম্যালওয়্যার রাখলে সুরক্ষিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here