বহু মানুষ শতচেষ্টা করেও মনের মতো চাকরি পায় না। যে কারণে আমাদের খুব হতাশ লাগে। মানসিক চাপের সৃষ্টি হয়। যদি আপনি বারবার ইন্টারভিউতে গিয়েও সফলতা অর্জন করতেন না পারেন তাহলে হতাশ হবেন না। কারণ এতে মনোবল ভেঙে যায়।

আপনি ইন্টারভিউতে যাওয়ার আগেই এই বাস্তু টিপসগুলি মানলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। যে চাকরিতেই আপনি করতে চাইবেন সেই চাকরি কিন্তু আপনি পেয়ে যাবেন। এতে আপনার মনের ইচ্ছাও পূরণ হবে। জেনে নিন কী কী মানবেন।

গণেশের পুজো করুন

মনে করা হয়, ভগবান গণেশের পুজো যে ব্যক্তি করেন, তার কোনও কাজেই বাধা আসে না। গণেশের পুজো করলে ব্যক্তি সমস্ত রকম বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। তাই যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন গণেশ দেবতাকে সুপারি, এবং মোদক নিবেদন করুন। এটি খুব শুভ। এটি নিবেদন করলে আপনি চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন।

ডান পা রাখবেন

যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন বাড়ি থেকে বেরোবার সময় ডান পা সামনে রাখবেন। এটি অত্যন্ত শুভ। ইন্টারভিউতে যখন আপনি ঢুকবেন তখনও ডান পা সামনে রেখে প্রথমে ঢুকবেন। এতে দেখবেন আপনি ইন্টারভিউতে সফলতা অর্জন করতে পারবেন। মনের মতোই চাকরি করতে পারবেন আপনি।

হলুদ রুমাল বা কাপড়

যদি আপনি চাকরির পরীক্ষা দিতে যান কিংবা ইন্টারভিউ দিতে যান, সেখানে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার পকেটে কিংবা ব্যাগে হলুদ কোনও রুমাল কিংবা হলুদ রঙয়ের যেকোনও ছোট কাপড় রাখুন। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

ধানের শীষ, গোমতী চক্র

ইন্টারভিউতে সাফল্য পেতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার ব্যাগে ধানের শীষ, গোমতী চক্র রাখতে হবে। এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং এতে যদি পারেন এক, দু’ টুকরো হলুদ রাখতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। সেই সঙ্গে আপনি ইন্টারভিউতেও সফলতা আনতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here