চলতি আইএসএলে পরপর দুই ম্যাচ জিতে ওড়িশা এফসি’র বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে আগামী ১৭ ডিসেম্বর পঞ্জাব এফসি’র মুখোমুখি হবে লাল-হলুদ। আসন্ন ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ অস্কার ব্রুজো।
১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবলের ১১তম স্থানে ইস্টবেঙ্গল। অন্যদিকে পঞ্জাব রয়েছে টেবলের পঞ্চম স্থানে। সমসংখ্যক তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। লিগে ১১তম ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের চিন্তা দলের খেলোয়াড়দের নিয়ে। চোটের কারণে নেই মাদি তালাল, কার্ড সমস্যায় নেই জিকসন সিং। যদিও স্বস্তি ফিরেছে হেক্টর ইউস্তে এবং দিমিত্রিয়স দিয়ামানতাকস’কে নিয়ে। মঙ্গলবারের ম্যাচে তাঁরা খেলতে পারেন।
এ দিন সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেন, “আমরা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বচ্ছতা নিয়ে মাঠে নামতে চাই। আমাদের দলে গভীরতা আছে। আমাদের আইএসএলের সেরা দলগুলোর মধ্যে অন্যতম হওয়ায় চেষ্টা করতে হবে। আমরা ইতিবাচক বার্তা দিতে চাই। আমরা সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি আমাদের কাছে অগ্নিপরীক্ষা। কোচ হিসেবে আমার হাতে দুটো বিকল্প। রাতে না ঘুমিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চিন্তা-ভাবনা করা। প্লেয়ারদের পজিশন বদলানো। নয়তো আমরা যেভাবে খেলছি, আত্মবিশ্বাসের সঙ্গে সেটাই চালিয়ে যাওয়া। দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই।” লিগ টেবলের নিচের দিকে থাকায় সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা নিয়ে কী পরিকল্পনা ইস্টবেঙ্গলের? এই প্রসঙ্গে অস্কারের জবাব, “১০ ম্যাচে পঞ্জাবের পয়েন্ট ১৮। সেখানে সমসংখ্যক ম্যাচে আমাদের পয়েন্ট ৭। ঘরের মাঠে চার ম্যাচের শেষে আমরা এই গ্যাপ কমাতে চাই। তাই পাঞ্জাব ম্যাচ জেতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জামশেদপুর, হায়দরাবাদ ম্যাচের পর ছবিটা আরও স্পষ্ট হবে। বুঝতে পারব আমরা সুপার সিক্সে যেতে পারব কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here