বাস্তুশাস্ত্র মতে, কোনও ব্যক্তির সাফল্য বা বিফলতার নেপথ্যে বাস্তুর বড় ভূমিকা থাকে। অনেক সময় বাস্তু দোষের কারণে সাফল্যের পথ ব্যাহত হয়। ফলে বাস্তুর দোষ কাটানো খুব প্রয়োজনীয়। আজ মহালয়া। হিন্দু মতে খুব গুরুত্বপূর্ণ একট দিন। জ্যোতিষমতে, দেবীপক্ষের সূচনাকালে এমন একটি টোটকা আছে যা করলে বাস্তুদোষ কাটানো যায়। এর পাশাপাশি নেতিবাচক প্রভাব থেকেও বাড়ি মুক্ত হয়। দেখে নিন কী কাজ-
কর্পূর, দেশী ঘি, চন্দন এই তিনটি জিনিসই পবিত্র হিসাবে বিবেচিত হয় এবং সেগুলি থেকে উদ্ভূত ধোঁয়া ঘরের পরিবেশকে পবিত্র করে তোলে। ঘরের নেগেটিভ শক্তি নষ্ট করতে হলে প্রতিদিন কিছু সময়ের জন্য কর্পূর, দেশী ঘি, চন্দন সামান্য নারকেল এর ছোবায় নিয়ে ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। এই ধোঁয়ায় জীবাণু ধ্বংস হয়ে যায় এবং বাস্তু দোষের প্রভাবও শেষ হয়। ধনাত্মক শক্তি বৃদ্ধি পায়।
এর জন্য আপনি মাটির তৈরি কোনও পাত্র অথবা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন। এই ধোঁয়া বাড়ির প্রতিটি কোনায় ছড়িয়ে দিন। এরূপ ধূপ দিলে আপনি ঘরে নেগেটিভ শক্তি কমে পজেটিভ শক্তি বৃদ্ধি পাবে ও ঈশ্বরের আশীর্বাদও পেতে পারেন।