শাস্ত্রে প্রত্যকটি রাশির নিজস্ব গুরুত্ব রয়েছে। গ্রহ ও নক্ষত্ররা নিজেদের সময় মতো ঘর পরিবর্তন করে। ফলে বারো রাশির ব্যক্তিদের উপর বিরূপ প্রভাব পরে। সেই সময় তাঁরা নানা রকম যোগের সৃষ্টি করে। শনি ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ৩০ বছর পর শনি ও রাহু তৈরি করতে চলেছে’ পিশাচ যোগ’।

আগামী বছর ২০২৫ সালে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা অসুবিধার সময় শুরু হবে। মার্চ মাসের ২৯ তারিখ ১০ টা ৭ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শনি এই রাশিতে প্রবেশ করবে। আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ। এই সময়েই কিছু রাশির ব্যক্তিদের নানা অসুবিধার সময় শুরু হবে, জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের এই সময়টি খুব খারাপ যাবে। এই সময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, শারীরিক অবস্থারও অবনতি হতে থাকবে। এসময় আপনার ব্যবসায় নানা সমস্যা আসবে। বিবাদ বাড়তে পারে। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন না। যদি আপনি নতুন চাকরিতে যোগ যেতে চান, আগেই সাবধান হোন আপনিও। নতুন ব্যবসার বিনিয়োগ করার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন এই রাশির ব্যক্তিরা।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের প্রভাব পড়বে। এসময় আপনারা একটু সাবধানে থাকবেন। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গেও বিবাদ বাঁধবে। তাই সতর্ক হয় সব কাজ করুন। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। এসময় আপনার হাঁপানির মতন সমস্যায় ভুগতে হতে পারে। শরীরের দিকে যত্ন না নিলে বড় রোগের ঝুঁকি বাড়বে। এই সময় আপনার সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বাড়বে, কারণ তার বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাঁর।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় একদমই অনুকূলে থাকবে না। এসময় খুব সাবধানে সব কাজ করবেন। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে। এমন কি অংশীদারিত্ব ব্যবসাতেও আপনি ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে কাজ করবার চেষ্টা করুন। এসময় মাথা ঠান্ডা রেখে কাজ না করলে আপনার জীবনে নানা সমস্যা আসবে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here