সংসারের সমস্ত কাজ করতে গিয়ে বিশেষ করে রান্না করতে গিয়ে একটু অসাবধান হলেই ছ্যাঁকা লেগে পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে মাছ ভাজাতে গিয়ে গরম তেল ছিটে আসেনি এমন ঘটনা নেই বললেই চলে। সবাইকেই এই সমস‌্যায় পড়তে হয়েছে। তবে ফোস্কার পড়া মানেই সব সময়ে চিকিৎসকের কাছে ছুটে যাওয়া সম্ভব হয়না। তাই বাড়িতেই বেশ কিছু টোটকা মানলে এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন। জেনে নিন জ্বালা কমানোর কিছু উপায়।

১) শরীরের যে কোনও স্থানে পুড়ে গলে প্রথমেই বরফ ঘষবেন না,  জল দিন বা সেই স্থানটি জলে ডুবিয়ে রাখুন।

২) মাজন নয় মঝু অ্যান্টিসেপটিক হিসেবে অসাধারণ কাজ করে। পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষতে মধু লাগান। জ্বালা কমে যাবে।

৩) অনেকের বাড়িতেই অ‌্যালোভেরা গাছ রয়েছে তাই পোড়া ত্বকের উপর অ্যালো ভেরা জেল লাগালে খুব আরাম পাবেন।

৫) জ্বালাপোড়া কমাতে ক্ষতের উপর পেট্রোলিয়াম জেলি লাগানো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here